আজিজুর রহমান, গলসি: “কৈলাসে মহাদেব বন্দনা’’ থিম ও অভিনয় করে শুরু হল গলসি থানায় কালীপুজো। স্বাভাবিকভাবেই ওই থিম বহু মানুষকে আকৃষ্ট করেছে। যার জেরে সন্ধা থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন থানায়। এবারে মুল মন্দিরে পুজো চলার সাথে সাথে স্থানীয়দের মনরঞ্জন দিতে ভিন্ন এক আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়রা। থানার প্রবেশ পথের ডান পাশে ছোট্ট পুকুর। যার পূর্ব পাড়ে কৈলাস পর্বতের একটি থিম সাজানো হয়েছে। যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও কন্ঠ দিয়ে মহাদেব বন্দনা তুলে ধরা হয়ছে। সাথে দেবীর আগমনের চিত্রও ফুটিয়ে তোলা হয়েছ। জানাগেছে, থানার মেজবাবু রতন দাসের প্রচেষ্টায় ওই থিম সাজানো হয়েছে। থিমের ব্যাকগ্রাউন্ডে কন্ঠ দিয়েছান ওসি দীপঙ্কর সরকার ও তার স্ত্রী সুদীপ্তা সরকার। ব্যাকগ্রাউন্ড সাউন্ডে সুন্দর অভিনয় করে ফুটিয়ে তুলছেন তিনজন সিভিক ভলেন্টার। যারা প্রতিদিন দুইতিনবার ওই অভিনয় করে দর্শনার্থীদের মুগ্ধ করছেন। রবিবার ওই থিম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, উপস্থিত ছিলেন সিআই সাধন ব্যানার্জী। ওইদিন সকাল থেকে এলকার অঙ্কন শিল্পীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা করা হয়। তাছাড়া এলাকার বহু মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়।
গলসি থানা গ্রামরক্ষা বাহিনীর সম্পাদক সেলিম মন্ডল বলেন, এবারে কালিপুজো সত্যিই আলাদা আকর্ষণ রয়েছে। যা সকলের ভাল লাগবে। এমন সুন্দর চিন্তা ভাবনার জন্য বড় বাবু ও মেজবাবুকে ধন্যবাদ। দর্শনার্থী অঞ্জন সাম বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে থানার আলোকসজ্জা খুব ভালো লাগছে। তাছাড়া কুড়ি মিনিটের ওই থিম দেখে মনে হচ্ছে যেন আমরা বাস্তব দেখছি। আমার খুব ভালো লেগেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct