আব্দুস সামাদ মন্ডল, বাঁকুড়া: পূজার মরশুমে শহর বাঁকুড়ায় খুন হল নাজিমুদ্দিন দালাল নামে এক ব্যাক্তি, বয়স ৬৪, পেশায় তিনি বাজারে সিকিউরিটি গার্ডে কর্মরত ছিলেন। এদিন খবর পেয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নির্দেশে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বাঁকুড়া জেলার প্রতিনিধিরা সাক্ষাৎ করেন এবং সবধরনের আইনি সহায়তার আশ্বাস দেন, ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন খুব তাড়াতাড়ি আমি নিজে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করবো। গত ১১ই নভেম্বর শনিবার রাত সাড়ে আটটায় নাগাদ বাড়ি থেকে বের হয় ডিউটির জন্য
মৃত নাজিমুদ্দিন দালালের পুত্র সাজুউদ্দিন দালাল বাবার সাথে কোনভাবেই যোগাযোগ করতে না পেরে ও ফোনে না পেয়ে বাধ্য হয়ে ভোরের দিকে খুঁজতে বের হয় বাবার কর্মস্থলে সেখানেই বাবা অর্থাৎ নাজিমুদ্দিনের মৃতদেহ দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় তদন্তের জন্য। অপরদিকে পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা অভিযোগ করেন রাতে টহলদার পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে একজন ব্যক্তি খুন হল এই নিয়ে তৈরি হয়েছে বিড়ম্বনা। পরিবারের অভিযোগ পরিত্যক্ত জায়গায় ইলেকট্রিক শ্মশানঘাট তৈরি নিয়ে বচা চলছিল বেশ কিছুদিন ধরে। হুমকি দেয়া হয়েছিল নাজিমুদ্দিন কে মেরে ফেলা আর তাই হল। পুলিশি নিষ্ক্রিয়তার জন্য এলাকায় বিক্ষোভ চলছে, চলছে পথ অবরোধও। এলাকাবাসী জানিয়েছেন এখনো পর্যন্ত কাউকে এই নিয়ে গ্রেফতার পর্যন্ত করা হয়নি। মৃত নাজিমুদ্দিন দালালের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন , তার স্বামীর হত্যাকারীদের শাস্তি দাবি জানিয়েছেন, বিচারের আশায় মৃতের তিন পুত্র ।
ইণ্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বলেন এটা পরিকল্পিত খুন। আমরা তাদের পাশে আছি প্রয়োজনে আগামীতে এই নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct