আপনজন ডেস্ক: জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানি সোমবার দেওবন্দের মাদানী হাই স্কুলে বলেছেন, সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা দেশের শত্রু। আর ভারত কেবল ভ্রাতৃত্ব ও ভালবাসার মাধ্যমেই বেঁচে থাকতে পারে। জমিয়তের মজলিস-ই-মুনতাজিমার (সাধারণ পরিষদ) কর্মীদের এক সম্মেলনে মাদানি বলেন, সাম্প্রদায়িকতা এমন একটি সমস্যা যা সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। তিনি বলেন, আজকের পরিস্থিতিতে সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা আমাদের দেশের শত্রু। দেশকে যদি বাঁচতে হয়, তাহলে শুধু ভ্রাতৃত্ববোধ নিয়েই টিকে থাকবে। অন্যথায় এই দেশ শীঘ্রই বা পরে ধ্বংস হয়ে যাবে।
ভারত ভাগ নিয়ে মাদানী বলেন, সাম্প্রদায়িকতার কারণে ইতোপূর্বে ভারত বিভক্ত হয়েছে। সাম্প্রদায়িকতা বাড়লে দেশ আরও ক্ষতির সম্মুখীন হবে।
স্বাধীন ভারতের জন্য সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কথা উল্লেখ করে মাদানি বলেন, ‘হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানদের মধ্যে কেউ যদি একা থাকতেন, তাহলে তারা স্বাধীনতা পেতে পারতেন না। সবার ঐক্যের মধ্য দিয়েই এটা সম্ভব হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গে মাদানি গাজায় বোমা হামলার সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিরা ‘তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে’ এবং ইসরায়েলিরা ‘আক্রমণ’ করছে।
মাদানি আরও বলেন, জমিয়ত-উলামা-ই-হিন্দ একটি অরাজনৈতিক সংগঠন। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে প্রার্থী দিই না, কোনো দলকে সমর্থনও করি না। এটা জমিয়তের শক্তি এবং প্রত্যেক সদস্যের এটা বোঝা উচিত।পশ্চিম উত্তরপ্রদেশের ১৭ টি জেলা থেকে ১,৫০০ এরও বেশি পদাধিকারী এই বৈঠকে অংশ নিয়েছিলেন এবং সংগঠনটিকে শক্তিশালী করার জন্য আলোচনা করা হয়েছিল। জমিয়তের মুখপাত্র মাওলানা কাব রশিদি বলেন, সাম্প্রদায়িকতা দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, অষ্টম শ্রেণির পর মেয়েদের জন্য আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, ভোটার সচেতনতা মূলক প্রচারণা চালানো, ভোটার তালিকায় নতুন নাম যুক্ত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct