আপনজন ডেস্ক: ছয় বলে ছয় উইকেট! আর তা–ও ম্যাচের শেষ ওভারে, যখন প্রতিপক্ষের দরকার ছিল ৫ রান, হাতে ছিল ৬ উইকেট!
অবিশ্বাস্য এ কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার গ্যারেথ মরগান। শনিবার গোল্ড কোস্টের ক্যারারা কমিউনিটি সেন্টারে প্রিমিয়ার লিগ ডিভিশন-৩–এর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব ও সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচটিতে মুদগ্রিবার ১৭৮ রান তাড়া করতে নেমে ৩৯ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে ফেলেছিল সারফার্স। মুদগ্রিবার অধিনায়ক মরগান এবিসিকে জানান, নিশ্চিত হারতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষের জয়সূচক রান হজমের জন্য তরুণ বোলারদের তিনি সামনে ঠেলে দেননি। এর বদলে নিজেই বল হাতে নেন। আর তা করতে গিয়েই ঘটিয়ে ফেলেন অবিশ্বাস্য ঘটনা।
মরগান প্রথম বলেই ফিরিয়ে দেন ৬০ বলে ৬৫ রান করা জ্যাক গারল্যান্ডকে। উইকেট তুলে নেন পরের দুই বলেও। হ্যাটট্রিক হয়ে যাওয়ার পর মরগানের মনে হতে থাকে ম্যাচটা তাঁর দল জিততে পারে।
স্পোর্টসের এক্স হ্যান্ডলার থেকে
গোল্ড কোস্ট বুলেটিনকে মরগান বলেন, ‘চতুর্থ বলেও একজন আউটের পর সবাই আনন্দে লাফাতে শুরু করে। আমি তখন মনে করিয়ে দিই, একটা বাউন্ডারি হলেই কিন্তু আমরা হেরে যাব।’ কিন্তু মরগানই হারতে দেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct