নকীব উদ্দিন গাজী, কুলপি, আপনজন: সম্প্রীতির বার্তা দিয়ে তৃণমূল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গাজীপুর বাজারে ছিল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কংগ্রেস থেকে ৩ জন জয়ী সদস্য গায়ত্রী প্রামানিক, শাহারুল পাইক, রুকিয়া বিবি ও আই এস এফ থেকে ২ জন জয়ী সদস্য রকিব গায়েন, রেজাউল পাইক তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক যোগরঞ্জন হালদার। এদিন এলাকার বিভিন্ন ধর্মের কিছু বিশিষ্ঠ ব্যক্তিদের ব্যাচ, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা সুন্দরবন সাংগঠনিক জেলার মহিলা নেত্রী পূর্ণিমা হাজারি নস্কর, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার, সহ সভাপতি আবদুল্লাহ হিল মারুফ, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা শিক্ষার কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার, দক্ষিণ গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম মোল্লা, গ্রাম পঞ্চায়েত প্রধান সাহানুর বিবি মোল্লা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, ১০০ দিনের কাজের পাওনা বকেয়া টাকা বন্ধ করে দিয়ে বাংলার মানুষকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। তার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল। পুলিশ দলীয় নেতৃত্বদের সঙ্গে অমানবিক আচরণ করেছে। পরে রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়েছিল। তাতেও কেন্দ্র সরকারের টনক নড়েনি। বাংলার প্রতি বঞ্চনা করছে কেন্দ্র সরকার। আগামী দিনে বকেয়া টাকা না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে শামিল হব। আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct