নুরুল ইসলাম খান, বারাসত, আপনজন: ঐকতান মিল্লী ইত্তিহাদ মজলিস দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের বিভিন্ন সংগঠনের মধ্যে ঐক্যের প্রসার ঘটানোর লক্ষ্যে কাজ করে চলেছে। রবিবার উত্তর ২৪ পরগনার বারাসাত সদর হসপিটালের পাশে ওয়াকফ পরিষেবা কেন্দ্রে বারাসাত ব্লকের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সংগঠনের আগামী পরিকল্পনা নিয়ে ঐকতানের কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঐকতান এর সংগঠক মাওলানা রুহুল আমিন সাহেব। ঐকতান এর উদ্দেশ্য ও আগামী পরিকল্পনা ব্যাখ্যা করেন ঐকতান এর আহ্বায়ক মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব। এছাড়াও বক্তব্য রাখেন ঐকতান এর ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ সদস্য প্রধান শিক্ষক জনাব শাহনাজ আলম সাহেব এবং শিক্ষক মাওলানা গাউসুল আজম সাহেব। এই সভায় বারাসাতের অনেক গুরুত্বপূর্ণ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যেমন শিক্ষক সাহেব আলী, শিক্ষক মাওলানা মোফাজ্জল সাহেব, শিক্ষক মাওলানা আমজাদ আলী সাহেব, বারাসাত জজ কোর্টের অ্যাডভোকেট শফিউল আলম সাহেব ,বারাসাত মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক সাহেব, এবং হাসান আলী খান সাহেব। বর্তমান পরিস্থিতিতে ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সবাই এই প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতয় ব্যক্ত করেছেন। আগামীতে কলকাতায় সমস্ত সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি ঐক্যসভা করা হবে বলে আজকের কর্মী সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ঐকতান এর ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মুফতি ইমদাদুল্লাহ কাসেমীর দোয়ার মাধ্যমে এই সভা সমাপ্ত হয়। তিনি মজলুম ফিলিস্তিনবাসীর জন্য বিশেষভাবে দোয়া করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct