আজিম শেখ, মল্লারপুর, আপনজন: শেষ ৪দিনে পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২ আদিবাসীর মহিলার সহ ১জন পুরুষের। মৃতদের নাম ঠাকরুন টুডু,দুর্গ মূর্মু ও গোপাল মাড্ডি।যদিও গোপাল মাড্ডির মৃত্যু হৃদরোগে হয়েছে বলে জানান মল্লারপুর বিএমওএইচ । ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বর -১ নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের গাজিপুর গ্রামে। এলাকায় পেটের রোগে আক্রান্ত মোট ৫৩জন। আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষা করে স্ক্রাব টাইফাস সহ কলেরা ধরা পড়ে। গত ৭দিন ধরে গাজিপুর গ্রামের আদিবাসী পাড়ায় পেটের রোগের প্রাদূর্ভাব শুরু হয়। বমি ও পায়খানার উপসর্গ দেখা দেয় আক্রান্তদের মধ্যে। আক্রান্তদের স্থানীয় মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । তাদের মধ্যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার ও বুধবার রাতে মৃত্যু হয় ঠাকরুন টুডু ও দুর্গ মুর্মু নামে দুই আদিবাসী মহিলার অন্যদিকে বৃহস্পতিবার মৃত্যু হয় গোপাল মাড্ডির। এদিকে পর পর ৩দিনে ৩জনের মৃত্যুর পরেই গ্রামে পৌঁছায় স্বাস্থ্য দফতরের লোকজন। এলাকায় ছেটানো হয় ব্লিচিং পাউডার সহ বিভিন্ন জীবাণু মারার উপকরণ। গ্রামে করা হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। এলাকার পুকুরের জল ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সহ মল্লারপুর নঈসুভা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গ্রামে জলের পাউচ সহ শুকনো খাবার,সাবান বিতরণ করা হয়েছে । মল্লারপুর গ্রামসুভার সদস্য বলরাম বাগদী আমাদের জানান গোটা গ্রাম টি আবর্জনায় ভর্তি আছে সমস্তটা পরিষ্কার করছি আমরা। এছাড়া গ্রামের লোকজনকে আমাদের পক্ষ থেকে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা রেখেছি। আজ অর্থাৎ রবিবার ফের ২জন আক্রান্তকে মল্লারপুর হাসপাতাল পাঠালে মোট আক্রান্ত বেড়ে ৫৩জন । এক আদিবাসীপাড়ায় এতজন রোগাক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে ।অন্যদিকে ঘটনার তদারকিতে এলাকাঘুরে দেখেন রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক সহ অনান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct