আপনজন ডেস্ক: জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান হাসপাতাল আল-শিফায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে জেনারেটর ব্যবস্থা। নেই অক্সিজেন-বিদ্যুৎ। এছাড়া অন্য চারটি হাসপাতালও ঘিরে রেখেছে হানাদার ইসরায়েলি বাহিনীর ট্যাংক। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের ৩৬ দিনের নির্বিচার হামলায় গাজায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় আল-শিফা হাসপাতালের কার্যক্রম গতকাল শনিবার বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এতে ইনকিউবেটরে থাকা ৪৫ নবজাতকের একজন মারা গেছে। এর আগে আল-শিফা হাসপাতালে ইসরায়েলের হামলায় ১৩ জন নিহত হন।আশরাফ আল-কুদরা বলেন, ‘পরিস্থিতি যে কারো ধারণার চেয়েও ভয়াবহ। আল-শিফা হাসপাতাল কমপ্লেক্সে আমরা অবরুদ্ধ হয়ে আছি। দখলদার বাহিনী কমপ্লেক্সের ভেতরের বেশির ভাগ ভবনে হামলা চালিয়েছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct