আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) কার্যালয়ে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে হানাদার ইসরায়েল। হামলার ঘটনায় সেখানে আশ্রয় নেয়া বহু বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়েছে। ইউএনডিপি’র পরিচালক আচিম স্টেইনার সামাজিক মাধ্যমে এক্সে (টুইটার) জানিয়েছেন, শনিবার (১১ নভেম্বর) গাজায় জাতিসংঘের উন্নয়ন সংস্থার একটি কার্যালয়ে রাতভর হামলা চালানো হয়েছে।পোস্টে আচিম স্টেইনার জানিয়েছেন, বেসামরিক নাগরিক, বেসামরিক অবকাঠামো এবং জাতিসংঘের কার্যালয়গুলো সর্বদা সুরক্ষিত থাকতে হবে।বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা ও নিপীড়ণের প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক সামরিক অভিযান চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের অতর্কিত হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং হামাস সদস্যরা ২৪০ জনের বেশি ইসরায়েলিকে বন্দি করে নিয়ে যায়। এরপর থেকে গাজা উপত্যকাকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। ইসরায়েলের চলমান হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি শিশু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct