আলম সেখ, কলকাতা, আপনজন: রাজ্যের ২৫৩ টি বি.এড কলেজকে বাতিল করার তীব্র নিন্দা জানিয়েছেন এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, রাজ্যের ৬২৪ টি বি.এড কলেজের মধ্যে ৬০৩ টি কলেজ বেসরকারি, যার মধ্যে ২৫৩ টি কলেজ বাতিল করেছে বি.এড বিশ্ববিদ্যালয়। মূলত যে কারণে বাতিল করা হয়েছে তা খুবই দুঃখজনক।ফায়ার সেফটি সার্টিফিকেট না থাকা, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকা ও শিক্ষকদের যথাসময়ে বেতন না দেওয়ার অভিযোগ তুলে বাতিল করা হয়েছে কলেজগুলো। অথচ রাজ্যের অসংখ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম শিক্ষক না থেকেও চলছে শিক্ষা প্রতিষ্ঠান।এমনও স্কুল আছে যেখানে দুই হাজার ছাত্র ছাত্রী আর শিক্ষিক চারজন। এমনও বিশ্ববিদ্যালয় আছে যেখানে স্থায়ী অধ্যাপক পর্যন্ত নেই। যেখানে ন্যূনতম শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পথে সেখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকায় হঠাৎ এতগুলো বি.এড কলেজ বাতিল নিন্দনীয়।কোন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমান শিক্ষক আছে কি না, তাদের বেতন দেওয়া হয় কি না তা যাচাই করার দায়িত্ব সরকার ও শিক্ষা দপ্তরের। এভাবে হঠাৎ করে বাতিল করে দিয়ে হাজারো শিক্ষার্থীদের অন্ধকারে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি দাবি করেন চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া ও নির্দেশিকা পূরণ করা পর্যন্ত নতুন শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার নোটিশ জারি করুক বি.এড বিশ্ববিদ্যালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct