আপনজন ডেস্ক: জার্মান বুন্দেসলিগায় আলো ছড়াচ্ছেন হ্যারি কেইন। নিয়মিত পাচ্ছেন হ্যাটট্রিকের দেখা। শনিবার রাতে আরো একটি নৈপুণ্যময় ম্যাচ উপহার দিলেন ইংলিশ ফরোয়ার্ড। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচে হেইডেনহাইমের বিপক্ষে জোড়া গোল করেন কেইন। এতে রেকর্ড হয় মৌসুমের শুরুতে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে আসা এই ফুটবলারের। কেইনের রেকর্ডগড়া ম্যাচে ৪-২ গোলের জয়ে লীগ টেবিলের শীর্ষে ওঠে বাভারিয়ানরা।ঘরের মাঠে হ্যারি কেইনের গোলে ১৪তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফরোয়ার্ড। সবমলিয়ে ১১ লীগ ম্যাচে কেইনের গোল সংখ্যা এখন ১৭, যা কিনা ১১ ম্যাচ শেষে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের সাবেক পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। হ্যারি কেইনের রেকর্ডগড়া গোলের পর ৬৭ এবং ৭০তম মিনিটে গোল করে সমতায় ফেরে হেইডেনহাইম। তবে এরপর ৭২ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার রাফায়েল গুইরেরোর গোলে ফের এগিয়ে যায় বায়ার্ন।আর ৮৫তম মিনিটে ৪-২ গোলের জয় নিশ্চিত করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। ১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে জার্মান বুন্দেসলিগা টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার লেভারকুসেন। আর ১০ পয়েন্ট নিয়ে একাদশ হেইডেনহাইম। ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল বলেন, ‘চ্যালেঞ্জিং একটা সপ্তাহের পর আমাদের ক্লান্ত মনে হচ্ছিল। মানসিক এবং শারীরিক ফিটনেস ভালো ছিল না আমাদের।’ হেইডেনহাইমের বিপক্ষে পাওয়া জয়ে আনন্দিত টুখেল। তিনি বলেন, ‘আমরা জানতাম, হেইডেনহাইমের খেলোয়াড়রা খুব ভালো দৌড়াতে পারে। তারা শৃঙ্খলিত এবং শারীরিকভাবে খুব শক্তিশালী। তাই এই জয়ে আমরা অনেক আনন্দিত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct