সাদ্দাম হোসেন মিদ্দে, হাড়োয়া, আপনজন: প্রবেশিকা পরীক্ষা ও অভিভাবক সভা অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়ার মল্লিকপুরে বেড়াচাপা রোডের ধারে অবস্থিত ‘বঙ্গভূমি’ বালিকা মিশনে। মিশন প্রাঙ্গণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন মিশন কর্তৃপক্ষ।রবিবার দুপুরের অভিভাবক সভায় স্বাগত বক্তব্য রাখেন মিশনের কর্ণধার হাজি শেখ সামসুল হক। এছাড়া বক্তব্য রাখেন পরিচালন সমিতির সদস্য মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং শিখন পদ্ধতি বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন শিক্ষক রিসোর্স পার্সন মহম্মদ মফিজুল ইসলাম প্রমুখ। এদিন সভা সভা সঞ্চালনা সাংবাদিক আব্দুল হালিম।মিশনের কর্ণধার হাজি শেখ সামসুল হক জানান, আবাসিক এই মিশন টি ২০২২ সালে পথ চলা শুরু করেছে। এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা এবং ইসলামী সংস্কৃতি চর্চার ব্যবস্থা রয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা চর্চার পরিবেশ রয়েছে এখানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct