আপনজ ডেস্ক: ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। পেলেন হ্যাটট্রিকের দেখা। শনিবার লিগ ওয়ানের ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের একক নৈপুণ্যে প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) পায় জয়। রিমসকে হারায় ৩-০ গোলে। তবুও এমবাপ্পেকে নিয়ে অসন্তুষ্ট পিএসজি কোচ লুইস এনরিকে। স্প্যানিশ ম্যানেজারের ভাষ্য, এমবাপ্পের আরো উন্নতি দরকার। প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা এই ফরাসি ফরোয়ার্ড ৮২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে পিএসজি কোচ এনরিকে বলেন, ‘আমি কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে খুশি নই। গোল নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু সে দলকে অন্যভাবেও সাহায্য করতে পারত। আমি প্রথমে এ নিয়ে তার সঙ্গে কথা বলব। তবে সেটা আমাদের ব্যক্তিগত আলাপই হবে।’ গোল করা বাদেও ম্যাচে এমবাপ্পের আরো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চান এনরিকে। তিনি বলেন, ‘কিলিয়ান বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু আমরা আরো চাই। আমরা চাই সে দলের জন্য আরো বেশি করুক। আমার ধারণা, তার উন্নতি সম্ভব। এখনো উন্নতির অনেক ক্ষেত্র আছে, যা তাকে আরো উঁচু স্তরে পেছে দিতে পারে। এটাই আমাদের লক্ষ্য। আমরা দলের খেলায় তার আরো বেশি অংশগ্রহণ চাই।’১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ফরাসি লিগ ওয়ান টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। ২০ পয়েন্ট নিয়ে চারে রিমস। ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস এবং তিনে থাকা মোনাকোর পয়েন্ট ২৪।লিগ ওয়ানে নিজেদের শেষ ৫ ম্যাচের সবকটি জিতেছে পিএসজি। ২০২৩ সালে প্রথমবারের মতো লীগের ম্যাচে একটানা পাঁচ জয় পেলো লা প্যারিসিয়ানরা। সবশেষ ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই কীর্তি দেখিয়েছিল দলটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct