আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: এখন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি এখন তিহার জেলে বন্দি রয়েছেন। তার বাড়ি বোলপুর নিচুপটিতে। কেষ্ট মন্ডল ছোট থেকেই কালি ভক্ত ছিলেন। এ কথা জানান তার ছোট ভাই প্রিয়ব্রত মন্ডল। ছোটবেলায় দাদা নিজেই মাটি দিয়ে কালী মূর্তি তৈরি করতেন। তারপর তার আরাধনা হতো। সেই কালি আরাধনা অনুব্রতর হাত ধরে ৫৬ বছর পা দিল কেষ্ট কালী। বর্তমানে এই কালীপুজোর টি পরিচালনা করে বাড়িপুকুর সম্মেলনী ক্লাব। এই কেষ্টকালি দেখতে বোলপুরের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন। কারণ এই কালি উচ্চতা ৪৫ ফুট। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত তিনি এই পুজোর উদ্বোধন করতেন। কিন্তু এবারে অন্য এক চিত্র দেখা গেল কেষ্ট কালীর উদ্বোধন করলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। ফিতে কেটে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে এই কেষ্ট কালীর পুজোর শুভ সূচনা করলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি অনুব্রত মন্ডলের ভাই প্রিয়ব্রত মন্ডল, সুমিত মন্ডল ও বাড়িপুকুর সম্মেলনী ক্লাবের সদস্য বৃন্দ। কাজল সেখ জানান এই পরিবারের আমি একজন সদস্য। অনুব্রত মণ্ডলের দেখার পথ অনুসরণ করে চলি। সুতরাং অনুব্রত মণ্ডলে মত আমিও জীবনে কাউকে ভয় পাই না একমাত্র উপরওয়ালা ছাড়া। তিনি আরো জানান অনুব্রত মণ্ডলের পরিবারের লোকরা যখনই ডাকবে তখনই তাদের পরিবারের পাশে এসে দাঁড়াবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct