আপনজন ডেস্ক: সেমিফাইনল আগেই নিশ্চিত হয়েছিল। ফলে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য ছিল স্রেফ নিয়মরক্ষার। কিন্তু এ ম্যাচেও পুরোশক্তির দল নিয়ে নামা ভারত দাপুটে জয় তুলে নিয়েছে। ৯ বছর পর এই ম্যাচে ওয়ানডেতে উইকেটের দেখা পান বিরাট কোহলি। নেদারল্যান্ডস অধিনায়ক স্টক এডওয়ার্ডস কোহলির শিকার হয়ে ফেরেন। এমনকি রোহিত শর্মার উইকেট পেয়েছেন।আজ চলতি বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে ভারত। এবারের আসরে এটা রোহিত শর্মার দলের টানা নবম জয়। এদিন আগে ব্যাটিং করে শ্রেয়াস আয়ার-কে এল রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৪১০ রান করে ভারত। জবাবে ২.১ ওভার বাকি থাকতে ২৫০ রানে গুটিয়ে যায় ডাচরা। আগামী ১৫ই নভেম্বর মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডস। ৪১০ রানে থামলো ভারত চলতি বিশ্বকাপে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৪১০ রান করেছে ভারত।ব্যাট হাতে সেঞ্চুরি করেন শ্রেয়াস আয়ার ও কে এল রাহুল। আয়ারের ব্যাট থেকে আসে ১২৮ আর রাহুল করেন ১০২ রান। এছাড়া রোহিত ৬১, গিল ও বিরাট ৫১ রান করেন। ডাচরা এই ম্যাচ হারলে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করবে বাংলাদেশ।
‘বাংলাদেশের ভাগ্য নির্ধারণী’ ম্যাচে ব্যাটিংয়ে ভারত
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি ‘ভাগ্য’ নির্ভর করছে ভারত-নেদারল্যান্ডস ম্যাচে। নেদারল্যান্ডস এই ম্যাচে জয় পেলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে না টাইগাররা। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। তার আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস একাদশ
ওয়েসলে বারেসি, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লেইডা, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেইক, রোয়েল্ফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত এবং পল ভ্যান মেইকারেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct