আপনজন ডেস্ক: জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য অধ্যাপক নাজমা আখতার রবিবার তাঁর মেয়াদ শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইকবাল হুসেনের কাছে তাঁর অফিসের দায়িত্ব হস্তান্তর করেন।বিশ্ববিদ্যালয়ের ভিজিটর কর্তৃক নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ইকবাল হোসেন ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। হুসেন আইন অনুষদের অধ্যাপক। অধ্যাপক আখতারকে উষ্ণ বিদায় জানান শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। অধ্যাপক ইকবাল হোসেন বিদায়ী উপাচার্যের একাডেমিক ও প্রশাসনিক প্রোফাইল উন্নত করার প্রচেষ্টার প্রশংসা করেন। অধ্যাপক নাজমা আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কীভাবে নতুন উচ্চতায় পৌঁছেছে তাও তিনি তুলে ধরেন, যা এনএএসি এবং এনআইআরএফের পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছিল। তিনি উল্লেখ করেন যে এনআইআরএফ ২০২৩-এ এনএএসি কর্তৃক গ্রেড এ ++ সহ জেএমআই দেশের তৃতীয় শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়।তিনি বিদায়ী উপাচার্যকে আশ্বস্ত করে বলেন, একাডেমিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠানের স্বার্থ সমুন্নত রাখতে তিনি কোনো প্রচেষ্টা ছাড়বেন না।বিদায়ী উপাচার্য প্রতিষ্ঠানের অর্জনের জন্য জেএমআইয়ের সকল স্টেকহোল্ডারদের অবদানের প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct