রঙ্গিলা খাতুন, বড়ঞা: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ে দুই পক্ষের সংঘর্ষে আহতো এক জন। জানা যায় মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের খোর্জুনা গ্রাম পঞ্চায়েতে গত বুধবার এলাকার কিছু লোক গিয়ে বাধ্যকতা লিস্ট চাই। এবং কিছু লোক এই লিস্টে বিরোধিতা করেন। তারপরেই শুরু হয় বাগযুদ্ধ, পরিস্থিতি পৌঁছে যায় হাতাহাতিতে। সেদিন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও একদিন পরে গত শুক্রবার সন্ধ্যায় কুলি চৌরাস্তা মোড়ে আবার সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় আক্রমণ করা হয় মিরাজুল সেখ নামে এক ব্যাক্তিকে। এলাকার মানুষ খবর দেন বড়ঞা থানায়। কুলি চৌরাস্তা মোড়ের ঘটনায় নিয়ন্ত্রণে করেন বড়ঞা থানার পুলিশ।
এই ঘটনায় আহত মিরাজুলকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বড়ঞা গ্রামীণ হসপিটালে। আহত দের মধ্যে মিরাজুলশেখ নামে এক ব্যক্তিকেকে প্রথমে বড়ঞা গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয় । তার শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাকে সেখান থেকে কান্দি মহাকুমা হসপিটালে রেফার করা হয়। বর্তমানে মিরাজুল সে কান্দি হসপিটালে চিকিৎসাধীন। এই সংঘর্ষের ঘটনায় ১১ জন ব্যক্তির নামে বড়ঞা থানায় অভিযোগ করা হয়েছে। এলাকায় যদিও এই সংঘর্ষটি দুটি গোষ্ঠীর মধ্যে শুরু। আকার ধারণ করে। বর্তমানে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
কংগ্রেসের অভিযোগ তৃণমূল কর্মীরা কংগ্রেসের কর্মীদের উপর অন্যায় ভাবে হামলা করেছে। যদিও তৃণমূল ব্লক সভাপতি রবিন কুমার ঘোষ বলেন এই বিষয়ে তৃণমূল যুক্ত নয়, ওদের ব্যাক্তিগত ব্যাপার ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct