শামিম মোল্যা, বসিরহাট: তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে কার্যত ভারতীয় জনতা পার্টিকে হুঁশিয়ারি নারায়ণ গোস্বামীর। উঃ ২৪ পরগনা জেলার টাকীর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উঃ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ন গোস্বামী, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দোপাধ্যায়, টাকী পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, টাকী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ দাস, টাকী টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সীমা মুখার্জি সহ বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠান থেকে কার্যত ভারতীয় জনতা পার্টিকে হুঁশিয়ারি দেন নারায়ণ গোস্বামী। তিনি বলেন, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। আমারা দিল্লিতে গিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের অসহায় মানুষের ১০০ দিনের কাজের টাকা দেয়নি। এমন অমানবিক নির্যাতনের ফল ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি দেখতে পাবে। মানুষ এদের উপযুক্ত জবাব দেবে। এছাড়া পৌরসভার সদস্য ও তৃণমূল নেতৃত্বদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করতে বলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। টাকী পৌরসভার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সীমা মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ কেন্দ্র শুধু বাংলার মানুষকেই বঞ্চিত করছে তা নয়। সারা দেশে মহিলাদের সুরক্ষা দিতে ব্যার্থ হয়েছে মোদী সরকার। নামে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু দেশে বেটিদের উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। যা দেশ তথা সারা পৃথিবীর মানুষের লজ্জা। তাহলে বেটি বাঁচবে কি করে আর পড়বেই কি করে? আগামী লোকসভা নির্বাচনে মানুষ তথা সারা ভারতের মহিলারা ভোট বাক্সে এর প্রতিশোধ নেবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct