আমীরুল ইসলাম, বোলপুর: বিএড কলেজের অনুমোদন বাতিল করার কোন অধিকার বিশ্ববিদ্যালয়ের নেই। যেহেতু বর্তমান উপাচার্য আদালতের নির্দেশে দায়িত্বভার সামলেছেন, তাই কোন সিদ্ধান্ত নিতে গেলে সে ক্ষেত্রে ইসি মিটিং করে নিতে হবে। অথচ গতকাল পর্যন্ত কোন ইসি মিটিং হয়নি। তাই অনুমোদন বাতিলের কোনো সিদ্ধান্ত উপাচার্য নিতে পারেন না - এমনই দাবি করলেন বিএড কলেজ মালিক কর্তৃপক্ষ।
শনিবার বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাগৃহে রাজ্যের ৩০০টিও বেশি বিএড কলেজ মালিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এদিনের রাজ্য কনভেশন থেকে রাজ্য সরকারের সহযোগিতায় সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে সব ‘অনৈতিক’ কাজ হচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্তও নেওয়া হয়।
এদিনের রাজ্য কনভেশনে বক্তারা আশংকা করেন যে এজেন্সির দ্বারা প্রভাবিত হয়ে উপাচার্য হয়তো এই ধরনের কথা বলেছেন।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শুক্রবার রাজ্যের ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় গতকাল এই সিদ্ধান্তের কথা জানান। তার ২৪ঘন্টার মধ্যেই আজকের এই রাজ্য কনভেশন করে উপাচার্যের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন তারা।
এদিন বোলপুরে রাজ্য কনভেনশনে কলেজ মালিকরা অভিযোগ করেন, যে সমস্ত কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের মধ্যে বহু কলেজই অস্তিত্বহীন।
পাশাপাশি তারা প্রশ্ন তোলেন বিচারাধীন বিষয় বা সাবজুডিস বিষয়ে কিভাবে উপাচার্য মন্তব্য করেন।
কলেজ মালিকদের অভিযোগ রাজ্যের ৬০০টি মত বেসরকারি কলেজ রয়েছে, যেগুলি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অনুমতি পাবার পর কেন্দ্রের এনসিটিই থেকে কলেজ চালানোর প্রয়োজনীয় অনুমতি পায়। ফলে কোন কলেজের অনুমোদন বাতিল করতে হলে সেটা একমাত্র এনসিটিই করতে পারে।
এদিনের সমাবেশ থেকে অভিযোগ করা হয়েছে অনৈতিকভাবে অর্থনৈতিক লেনদেন করে ছাত্র ভর্তির লিংক দেওয়া হচ্ছে কলেজ গুলিকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার আব্দুল রউফ অভিযোগ করেন যে তার কাছে ৮ লক্ষটাকা চাওয়া হয়েছে ছাত্র ভর্তির প্রয়োজনীয় লিঙ্ক দেবার জন্য। বহু কলেজ মালিকই এই অভিযোগ স্বীকার করেছেন। এদিনের কনভেনশনের আহ্বায়ক মলয় পীট জানান, “উপাচার্যের চেয়ারটি একটি দায়িত্বশীল চেয়ার। আমরা আশা করব, খুব শিগগিরই ওই চেয়ার থেকে অন্য কোন বক্তব্য আসবে। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এবং সংবেদনশীল সরকার রয়েছেন, তারা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলেই আমাদের বিশ্বাস।”
তিনি আরো জানান যে রাজ্য সরকারের পরামর্শে তারা আগামী দিনের যাবতীয় পদক্ষেপ নেবেন। তিনি দাবি করেন যে রাজ্য সরকার তার তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে এই ঘটনার বিস্তারিত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct