আরবাজ মোল্লা, নদিয়া: রাজ্য জুড়ে রেশন দুর্নীতির তোল পাড় আট পাচারে চক্রের পর্দা ফাঁস। নদিয়ার কলাবাগানের ভিতর থেকে উদ্ধার শয়ে শয়ে রেশনের আটার বস্তা। যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাটি শনিবার তাহেরপুর থানার বিননগর ৮ নম্বর ওয়ার্ডের চরক ডাঙ্গাপাড়া এলাকার। স্থানীয়দের দাবি,ওই এলাকার প্রশান্ত পাল নামে এক ব্যক্তি এলাকারই বেশ কয়েকটি রেশন ডিলারের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিত। আগে পেশায় ভ্যান চালক ছিলেন, হঠাৎই ফুলে ফেঁপে যায়।ওই ব্যক্তির বাড়ির কলাবাগানে প্যাকেটে সরকারি সিল মারা আটার বস্তা পাওয়া যায়। পাশাপাশি কয়েকশ খালি বস্তাও পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ,ওই ব্যক্তি সরকারি শিলমারা আটার বস্তা থেকে আটা বের করে লোকাল ব্যান্ডের স্টিকার মেরে তা খোলা বাজারে তা বিক্রি করতো, আজ ওই ব্যক্তির কুকীর্তি সকলের নজরে পড়ে, এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে যায় রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, এরপর রেশন দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দেন সাংসদ। যদিও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী,এছাড়াও অভিযুক্ত প্রশান্ত পাল নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। যদিও গত কয়েক মাস ধরেই ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা রেশন দুর্নীতি সম্পর্কে দফায় দফায় তল্লাশি এবং অভিযান চালাচ্ছেন, আর তারি মাঝে বিননগরে এই চাঞ্চল্যকর ঘটনায় আরো একবার ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে।অন্য পাল নামে এক যুবক বলেন,প্রশান্ত পাল নামে ওই ব্যক্তি আগে মোটর ভ্যান চালাতেন এক রেশন চা ও আটা রেশনে ডিলারদের কাছে কম দামে সেটা নতুন করে প্যাকে আবার বিক্রিয় করতে। এবং এলাকাবাসী তার কলাবাগান ভিতরে দেখতে শত শত আটার বস্তা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় অভিযুক্ত রেশন ডিলার পালতক বাগানে ভিতরে পড়ে রয়ছে আট,চাল বস্তা যেখানে রাজ্য জুড়ে রেশন দুর্নীতির তোল পাড় আট পাচারে চক্রের পর্দা ফাঁস।কোথা থেকে এলো আটা চাল সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ি থাকা আটা চাল উদ্ধার করছে পুলিশ। পুলিশ ঘিরে চোর স্লোগান দিতে থাকে এলাকাবাসী। অভিযুক্ত ডিলার পলাতক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct