নিজস্ব প্রতিবেদক, বর্ধমান: পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনামলে মুসলিমদের সরকারি চাকরির হার কমেছে বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) বিধায়ক ও পীরজাদা নওশাদ সিদ্দিকি। তিনি শনিবার পূর্ব বর্ধমানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। ফুরফুরা শরীফের পীরজাদা ও বিধায়ক নওশাদ সিদ্দিকি এ দিন একইসঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন । বিধায়ক নওশাদ সিদ্দিকি আজ এ প্রসঙ্গে তৃণমূল সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেন, ‘২০১১ সালের আগে ‘দিদিমণি’ (মমতা) মুসলিম বিপদে আছেন বলে অনেক চিন্তা করেছিলেন। মুসলিম ভাইরা মনে করেছিলেন, দিদি মনে হয় এবার তাদের উদ্ধার করবেন। এজন্য সবাই তৃণমূলকে ভোট দিয়েছিল। কিন্তু কী দেখলাম আমরা? ২০১১ সালের আগে সরকারি চাকরিতে মুসলিম সমাজের হার ছিল তিনের বেশি চারের কম। ভালো কথা। ‘দিদিমণি’ ১২ বছর ক্ষমতায় এসেছেন, মুসলিমদের বিপদ থেকে উদ্ধার করার জন্য এসেছেন। কিন্তু মুসলিমদের উদ্ধার করার কথা বলে আজকে মুসলিমরা সরকারি চাকরিতে কত শতাংশ আছেন জানেন? এক শতাংশের নীচেয়! বিপদ থেকে উদ্ধার করার নামে আরও পিছিয়ে দিয়েছেন। মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপনারা ভাবছেন বিজেপির হাত থেকে বাঁচতে আমাদের তৃণমূলকে ভোট দিতে হবে। কিন্তু বিজেপি সরাসরি বলে আর এরা পরোক্ষভাবে করবে। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু পার্থক্য নয়।’ বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক বলেও মন্তব্য করেন ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি। প্রসঙ্গত, রাজ্যে তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারকে পরাজিত করে ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় এসেছিল। সেই থেকে তারা রাজ্যে ক্ষমতায় রয়েছে।
তিনি উপস্থিত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ধর্মে-ধর্মে সংঘাত হলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন। বিধায়ক নওশাদ সিদ্দিকি এ প্রসঙ্গে বলেন, ‘আপনারা চোখ-কান খোলা রাখুন। ধর্মে-ধর্মে বিবাদ সৃষ্টির চেষ্টা হচ্ছে, কিন্তু দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘২০১৪ সালের আগে অনেক শ্লোগান দেওয়া হয়েছিল, হিন্দুরা বিপদে আছে। আমরা ভাবছিলাম হয়তো হিন্দু ভাইরা উপকৃত হবেন। কিন্তু ২০২৩ সালে কী দেখলাম, হিন্দু ভাইদের প্রায় ১২০০ টাকায় গ্যাস কিনতে হচ্ছে, মুসলিম ভাইকেও একই মূল্যে কিনতে হচ্ছে। ২০১৪ সালে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৫০ টাকার মতো ছিল, হিন্দু ভাইদের বাঁচাতে সেই পেট্রোল-ডিজেল লিটার প্রতি ১০০ টাকার কাছাকাছি কিনতে হচ্ছে’ বলেও মন্তব্য করেন ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct