আপনজন ডেস্ক: আহমদাবাদের কালুপুর রেল স্টেশনের কাছে অবস্থিত হযরত কালু শহীদ দরগাহ, যা ৫০০ বছরেরও বেশি পুরানো, রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণের পথ তৈরি করার জন্য রেল ওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ জারি করেছে।
গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হওয়া দরগাহ কমিটি জানিয়েছে, রেল কর্তৃপক্ষের ‘অননুমোদিত নির্মাণ’ দাবি ভুল বলে প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র তাদের কাছে রয়েছে। আদালত কর্তৃপক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। আহমেদাবাদের রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আরএলডিএ) এবং পশ্চিম রেলওয়ের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের জারি করা ২৬ অক্টোবরের নোটিশে বলা হয়েছে যে আহমদাবাদ স্টেশনের পুনর্নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে এবং দরগাহ কর্তৃপক্ষকে ১৪ দিনের মধ্যে কাঠামোটি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে দরগাহ কাঠামোটিকে অননুমোদিত বলে চিহ্নিত করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে এই বলে যে এটি স্টেশন প্রাঙ্গণে অবস্থিত।
হযরত কালু শহীদ দরগাহ থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন এবং নিকটবর্তী আশেপাশের রেলওয়ে স্টেশনগুলির নামকরণ করা হয়েছে কালুপুর রেলওয়ে স্টেশন এবং কালুপুর বস্তি। দরগাহের তত্ত্বাবধায়ক মনজুর মালেক এই নোটিশে বিস্মিত। তিনি বলেন, হযরত কালু শহীদের মাজারটি ৫০০ বছরেরও বেশি পুরনো। প্রতিদিন কমপক্ষে ৫০০ মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন। শুধু দরগাহ নয়, মুসলমানরাও দরগাহ প্রাঙ্গণে বিদ্যমান মসজিদে নামাজ পড়েন এবং শতাব্দী ধরে এটি করে আসছেন। কীভাবে রাতারাতি দরগা অবৈধ হয়ে গেল বলে প্রশ্ন করেন। মালেক ও স্থানীয়দের দাবি, লাউডস্পিকার ব্যবহার, বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন অনুমতি তারা বেশ কয়েক বছর ধরে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছেন। দরগাহ কর্তৃপক্ষের বক্তব্য, ১৯৬৫ সালে রেলওয়ের বিভাগীয় সুপারিনটেনডেন্ট দরগাহের মুজাভারকে চিঠি লিখে জানিয়েছিলেন যে রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠার তারিখ থেকে রেলওয়ের জমিতে দাঁড়িয়ে থাকা ধর্মীয় স্থাপনাগুলির জন্য প্রতি বছর ১ টাকা লাইসেন্স ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি দরগাহটি “অবৈধ” হত তবে কর্তৃপক্ষ কখনই লাইসেন্স ফি আদায় করত না। পরে ১৯৭২ সালে বিভাগীয় সুপারিনটেনডেন্ট (পূর্ত) একটি চিঠিতে কালু শহীদ দরগাহের সভাপতিকে অবহিত করেন যে ১৯৬৫ সাল থেকে লাইসেন্স ফি বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। ২০২২ সালের ২৩ জুলাই ওয়াকফ আইন, ১৯৯৫ কার্যকর হওয়ার পর দরগাহটি “হজরত কালু শহীদ (রহ) দরগাহ” হিসাবে নিবন্ধিত হয় যার ইসি নম্বর ০৫৬-আহমদাবাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct