আপনজন ডেস্ক: তেলেঙ্গানার জনগণের চাহিদা মেটাতে বিআরএস সরকার ‘অক্ষম’ বলে দাবি করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি শনিবার বলেছেন, ভারতজুড়ে গণকেন্দ্রিক শাসনের যুগ ফিরিয়ে আনার সময় এসেছে। ২০২০ সালে তেলেঙ্গানায় আত্মহত্যা করা এক কৃষকের পরিবারের বাড়িতে তাঁর সাম্প্রতিক সফরের একটি ভিডিওও নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন রাহুল গান্ধি। তেলেঙ্গানার একজন ক্ষুদ্র কৃষক যিনি ঋণের বোঝায় জর্জরিত হয়ে জীবনধারণের জন্য সংগ্রাম করছিলেন। তিনি তার প্রেমময় পরিবারকে পিছনে ফেলে আত্মহত্যা করেন। সেই কৃষকের পরিবারের সাথে দেখা করার ভিডিওটি শেয়ার করেছেন।
এ প্রসঙ্গে বলেন, এখন আমাদের লড়াই আমাদের সমস্ত মানুষের জন্য ন্যায়, ন্যায়বিচার নিশ্চিত করা। সময় এসেছে ভারতজুড়ে জনকেন্দ্রিক শাসনব্যবস্থার যুগ ফিরিয়ে আনার। এরপর কংগ্রেসের ‘প্রজালা সরকার’ প্রকল্পে মহিলা ও কৃষকদের নানা সহায়তার কথা তুলে ধরেন রাহুল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct