আজিম শেখ, রামপুরহাট: কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় অত্র এলাকার ঐতিহ্যবাহী স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের চ্যালেঞ্জ ট্রফি নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা আজ ১১ ই নভেম্বর ২০২৩ শনিবার দুপুর ২ ঘটিকা থেকে হয়ে গেল কাষ্ঠগড়া রাজার ডাঙ্গা ফুটবল ময়দানে ফাইনাল ফুটবল খেলার অনুষ্ঠান।কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচার এসোসিয়েশনের চূড়ান্ত পর্বের ফুটবল খেলা আজ মহাসমারোহে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো। আজকের গ্র্যান্ড ফিনাল টিকে প্রাণবন্ত করে তুললেন বীরভূমের বিশিষ্ট ধারাভাষ্যকার মহ: আনাম তার অসাধারণ ধারাভাষ্যে ফুটবল প্রেমী মানুষ কিন্তু মুগ্ধ হয়েছেন। বীরভূম জেলাশাসক বিধান রায় মহোদয় তাকে বীরভূমের তোতাপাখি বলে আখ্যা দিয়েছেন এবং জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল সাহেব বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট গিয়ে তার ধারাভাষ্যের প্রশংসা করেছেন। কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচার এসোসিয়েশনের সদস্যরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মহ: আনাম কে ইতিমধ্যে বীরভূম বর্ধমান এবং মুর্শিদাবাদেও তিনি তার ধারাভাষ্য দিয়ে একটা সুনাম অর্জন করেছেন। পরিতোষিক বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট ১ নং ব্লক সভাপতি মহুয়া সাহা, বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ ইনুদ্দিন, হোসেন(অশোক),নইসুভা কর্ণধর সাধন সিংহ, গোষ্ঠবিহারী মুখার্জি, হাজি সহোরাব শেখ, আক্তাবুশ জামান, স্বপন পাল কাষ্ঠগড়া পঞ্চয়েতের প্রধান পিনকি মণ্ডল, কাষ্ঠগড়া পঞ্চয়েতের সভাপতি তপন কুমার মণ্ডল, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গন। অত্র এলাকার জনগণের সুস্থ বিনোদন ও মনোরঞ্জন, সার্বিক ঐক্য ও সম্প্রীতি এবং সর্বোপরি ক্রীড়া চর্চার প্রসারের মাধ্যমে উন্নততর জীবনের উত্তরণ প্রয়াসের ত্রিমুখী লক্ষ্যে আয়োজিত এই মহিত ক্রীড়াযজ্ঞের চূড়ান্ত দিন সকলের উজ্জ্বল উপস্থিতিতে উজ্জ্বল ময়।এদিনের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দুটি দল রামপুরহাট টপ গ্রিন একাদশ বনাম বর্ধমান লোকো ফুটবল( BLFC) । খেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কাষ্ঠগড়া সকল গ্রামবাসী, সালবাদরা স্টোন মাইন্স এন্ড ক্রাশার ওনার অ্যাসোসিয়েশন, বীরভূমের বিশিষ্ট শিল্পপতি নাজিমুদ্দিন মণ্ডল (টুলু), রামকো সিমেন্ট, সুখী ফুড প্রোডাক্ট, মল্লারপুর নইসুভা পশ্চিম বঙ্গো গ্রামীণ ব্যাঙ্ক, কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়, কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত, কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মহাকুমা রেফারি অ্যাসোসিয়েশন, এই খেলায় পুরস্কার হিসেবে প্রথম দল রামপুরহাট টপ গ্রিন একাদশ ২ টি গোল দেই। এবং বর্ধমান লোকো ফুটবল( BLFC) ১ টি গোল দেই । দুই এক গোলে এই খেলার সমাপ্তি ঘোষনা হয়। তাই প্রথম দলকে নগদ ১,০০,০০০ লক্ষ টাকা ও ট্রফি এবং দ্বিতীয় দলকে নগদ ৭০,০০০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।এই খেলাতে দর্শক ছিল চোখে পড়ার মত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct