আপনজন ডেস্ক: ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে এবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। মায়ামি সমর্থকদের জন্য এ যেন দুর্দান্ত এক মুহূর্ত। আজ মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভক্ত-সমর্থকদের সামনে নিজের অষ্টম ব্যালন ডি’অর ট্রফিটি উপস্থাপন করেন মেসি। আর মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে স্টেডিয়ামের গ্যালারি ছিল লোকে লোকারণ্য।
মায়ামির এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা একাধিক ভিডিও দেখে বোঝা যাচ্ছিল মাঠে তিল ধারণের জায়গা ছিল না। এর মধ্যেই একসময় ব্যালন ডি’অর হাতে প্রবেশ করেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা যখন মাঠে ঢুকছিলেন, তখন গোটা গ্যালারি যেন করতালি ও হর্ষধ্বনিতে কেঁপে উঠছিল। এ সময় উপস্থিত সবাই মুঠোফোনের বাতি জ্বালিয়েও দারুণ এক আবহও তৈরি করে। মাঠের নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশে ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেন মেসি। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে ব্যক্ত করেন নিজের অনুভূতিও। বলেছেন, মায়ামির হয়ে আরও শিরোপা জেতার আকাঙ্ক্ষার কথাও। মেসির ব্যালন ডি’অর জয়ের উপলক্ষকে রাঙাতে আগত দর্শকদের উদ্দেশে মেসি বলেছেন, ‘প্রথমত আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এখানে আসার জন্য এবং দারুণ এ আয়োজন করার জন্য। আমার জন্য আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য এটা দারুণ কিছু।’ এ সময় মায়ামিতে আসার পর যে ভালোবাসা পেয়েছেন, তা–ও স্মরণ করেছেন মেসি, ‘আমি এখানে এসেছি অল্প কদিন হলো, কিন্তু আমার মনে হচ্ছে, আমি অনেক দিন ধরেই এখানেই আছি। আমি মায়ামির সব মানুষকে ধন্যবাদ দিতে চাই। আপনারা আমার ও আমার পরিবারের সঙ্গে যে আচরণ করেছেন, সেটা দারুণ। আপনারা আমাদের অনেক ভালোবাসা দেখিয়েছেন। আপনারাই আমাকে এই অনুভূতি দিয়েছেন যে এটা আমার ঘর।’ মেসির হাত ধরেই নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছে মায়ামি। মেসি দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন লিগস কাপের ট্রফি। এরপর ইউএস ওপেন কাপের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন দলকে। তবে এ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসিকে। তবে এটুকুতেই থামতে চান না আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই তারকা। সামনের দিনগুলোতে আরও শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করেন মেসি।
মেসি বলেন, ‘আমরা খুব অল্প সময় ধরে একসঙ্গে আছি এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি। দলের জন্য শিরোপা জিতেছি। যেটা গুরুত্বপূর্ণ ছিল। আমি যে এখানে উপভোগ করব, সেটা নিয়ে আমার মনে কোনো দ্বিধা ছিল না। আর এখন আমার সন্দেহ নেই যে আমরা সামনের বছর আরও ভালো করব। আমরা অনেক উপভোগ করব এবং আরও শিরোপা জিতব। আমি আশা করি, আপনারা আমাদের সমর্থন দিয়ে যাবেন, যেমনটা আমি এখানে আসার পর থেকে দিয়ে যাচ্ছেন। আগামী বছর আমরা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একসঙ্গে লড়াই করব।’
মেসির ব্যালন ডি’অর উদ্যাপনের রাতটা অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেনি মায়ামি। নিউইয়র্ক এফসির কাছে তারা হেরে গেছে ২-১ গোলে। ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে বসে মায়ামি। পরে মায়ামির হয়ে এক গোল শোধ করেছেন রবি রবিনসন। ম্যাচে ফ্রি কিক থেকে গোল করার সুযোগ ছিল মেসির। যদিও সে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct