আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে চলা দখলদার ইসরায়েলের বিরামহীন হামলায় অর্ধেকের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রায় ৪০ হাজার বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।
শুক্রবার এক বিবৃতিতে গাজার তথ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এর আগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এক মাসে গাজায় ৫০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সহকারী মহাসচিব ও আরব রাষ্ট্রের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আল দারদারি এবং পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিব রুলা দাশতি গত বৃহস্পতিবার এক যেৌথ সংবাদ সম্মেলনে গাজার এক মাসের ধংসযজ্ঞের এ চিত্র তুলে ধরেন। এ বিষয়ে গতকাল গাজার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী, আবাসন ও অবকাঠামো খাতের প্রতিটিতে ২০০ কোটি ডলার করে ক্ষতি হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো দাবি করা হয়, ৭ অক্টোবর হামলা শুরুর পর গাজায় এ পর্যন্ত ৩২ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি বাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct