রঙ্গীলা খাতুন, জীবন্তি, আপনজন: সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যাপী মেতে উঠলেন জীবন্তি হল্টের মানুষ। কান্দি এবং বহরমপুর থানার অন্তর্গত ১২ টির বেশি গ্রামের কেন্দ্রস্থল জীবন্তি হল্ট। সেখানকার জীবন্তি হল্ট স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং শান্তি কমিটির পরিচালনায় শুক্রবার বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এছাড়া অসহায় মানুষকে পরিষেবা দিতে গ্রামে ছুটে এলেন বিশিষ্ট্য চিকিৎসকেরা । বিনামূলে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ পরীক্ষা ব্যাবস্থা করা হয়। এদিন সকাল থেকেই কবিতা আবৃত্তি, নৃত্য, মিউজিক্যাল চেয়ার বিষ্কুট দৌড় সহ একাধিক প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোতার হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন। উপস্থিত পুলিশ কর্তা সুজাউদ্দিন সেখ বলেন “ আজকে খুব ভালো লাগছে সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছেলে মেয়েরা যেভাবে ভিড় জমিয়েছে।”বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে সাহাজাদপুর, তিয়ার পুকুর, উদয়চাঁদপুর, দুর্গাপুর , নিশ্চিন্তপুরসহ একাধিক গ্রামের ছোটো থেকে বড়ো মানুষের ভিড় জমতে থাকে বিশেষ করে মহিলার ভিড় ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct