আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ১ বাস কর্মীর। ঘটনাটি ঘটেছে হাঁসখালিতে।স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণনগর থেকে রানাঘাটগামী একটি বেসরকারি বাসের গেটে দাঁড়িয়ে যাত্রী তোলা নামানোর কাজ করছিলেন বাসকর্মী ইরাদ আলী দফাদার (২৮)।বাসটি চলন্ত অবস্থায় হাঁসখালি থানার ১২ মাইল সংলগ্ন এলাকায় বাসটি দিক পরিবর্তনের সময় ডান দিক থেকে বাঁদিকে যাওয়ার চেষ্টা করলে রাস্তার পাশে বাঁশ ঝাড়ের বাঁশে ধাক্কা খেয়ে চলন্তবাস থেকে ছিটকে নিচে পড়ে যায় ইরাদ আলী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর মৃত বলে জানায় কর্তব্যরত চিকিৎসকরা। মৃত ওই বাস কর্মী কৃষ্ণনগরের নতুন বাজার এলাকায় বসবাস করতেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চলের সৃষ্টি হয় এলাকা জুড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct