নিজস্ব প্রতিবেদক, মগরাহাট, আপনজন: শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। আর এই বিজয়ী সম্মিলনী অনুষ্ঠানে জনজোয়ারে ভাসলো নেতাকর্মী সহ সাধারণ জনগন। উপচে পড়া ভিড় প্রায় দশ হাজারের অধিক কর্মীদেরকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী, মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন সহ-সভাপতি সেলিম লস্কর, যুব সভাপতি বাচ্চু শেখ, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি শক্তিপদ মন্ডল, দু’নম্বর ব্লকের সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও ১৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শুভাশিস চক্রবর্তী কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, নির্বাচনের আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তা ও ১০০দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তার ফলাফল লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ জবাব দেবে তার পাশাপাশি মগরাহাটের এই জনজোয়ার দেখে তিনি গর্বিত বোধ করেন এবং একাধিক জায়গা তুলনায় মগরাহাটের তৃণমূল কর্মী সমর্থকদের তিনি সাধুবাদ জানান। পরে সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক নমিতা সাহা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct