নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: ইসরায়েলি হানায় ফিলিস্তিনে চলা গণহত্যা অবিলম্বে বন্ধ করার দাবিতে সেইসঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইজরাইলের আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলায় সিপিআই(এম) সহ বামপন্থী দলগুলির আহ্বানে গন অবস্থান ও সভা হল শুক্রবার। এদিন নিমতৌড়ি মোড়ে বেলা ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অবস্থান সভা চলে। সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) নেতা হিমাংশু দাস। বক্তব্য রাখেন সিপিআই(এম) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সত্যরঞ্জন দাস, কাঞ্চন মুখার্জি, সিপিআই এর গৌতম পন্ডা, নির্মল বেরা, আরএসপি’র সুবল সামন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সিপিআই(এম)’র জেলা সম্পাদকমন্ডলীর নেতৃবৃন্দ। এদিনের অবস্থান সভা থেকে নেতৃবৃন্দ বলেন “যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইজরায়েল যৌথভাবে প্যালেস্টাইনের উপর গণহত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছে বামপন্থীরা। কিন্তু এদেশের বিজেপি সরকার ইজরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষ নিয়ে এই গণহত্যাকে সমর্থন করছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই মার্কিন সাম্রাজ্যবাদের যারা মিত্র আমাদের দেশের এই বিজেপির সরকার তাকে রাজনৈতিকভাবে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct