আলম সেখ, কলকাতা, আপনজন: মধ্যপ্রাচ্যে গণহত্যার পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ভারতে আসেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লোয়েড অস্টিন। তারই প্রতিবাদে সারা দেশে জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দেয় সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া যার আঁচ কলকাতার রাজপথেও দেখা গেলো। গতকাল কলকাতার পার্ক সার্কাস ৭ পয়েন্ট থেকে শিয়ালদা ঘুরে পার্ক সার্কাস ৪ পয়েন্ট পর্যন্ত দুপুর দুটো থেকে দীর্ঘ দুই ঘন্টা বিক্ষোভ মিছিল করে এসডিপিআই-এর কলকাতা জেলা কমিটি। মিছিলে পায়ে পা মেলান দলের রাজ্য সভাপতি তায়েদুল। এদিন কলকাতা শহরে ১০ কিলোমিটার পথ চলে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের গণহত্যা ও আমেরিকার কূটনৈতিক কৌশল সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানায় সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। আমেরিকাকে বিশ্বের বৃহত্তম সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করেন দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি বলেন - গাজা শহরে কারেন্ট বন্ধ করে, জল বন্ধ করে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, নারী ও হাসপাতালের উপর একচেটিয়া ভাবে যে হামলা চালাচ্ছে ইসরাইল সেটা যুদ্ধ নয়, সেটা গণহত্যা এবং এই গণহত্যার পিছনের শক্তি হলো আমেরিকা। যে আমেরিকার হাত রঞ্জিত “ফিলিস্তিনি নিষ্পাপ শিশু, নারী ও বেসামরিক নাগরিকের রক্তে তাদেরকেই রেড কার্পেটের স্বাগত জানান ভারতের নীতি ও আদর্শের লঙ্ঘন। ভারত চিরদিন ফিলিস্তিনের পক্ষে ছিল আর আজ বিজেপি সরকার দখলদার বাহিনীকে সমর্থন করছে। নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যায় সহযোগিতাকারী আমেরিকার সাথে বৈঠকে বসছে। তার তীব্র নিন্দা জানাই।
উল্লেখ যে ৭ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যা শুরু হয় তাতে মারা যায় হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ, ঘর ছাড়া হয় লক্ষ লক্ষ গাজাবাসী। ইসরাইল রাতের অন্ধকারে গাজায় হাসপাতালে হামলা করতেও দ্বিধা বোধ করছে না । এই গণহত্যায় পূর্ণ সমর্থন দিচ্ছে আমেরিকা ও তার মিত্ররা। সমর্থন করছে ভারতও। পরবর্তীতে ফিলিস্তিনে ভারত ত্রাণ পাঠালেও “যুদ্ধ বিরতি করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য জাতিসংঘে প্রস্তাব রাখা হলে পক্ষে বা বিপক্ষে কোনদিকেই যায় না ভারত। জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠার পক্ষে ভোট দেয় বিশ্বের ১২১টি দেশ, বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ এবং ৪৪টি দেশ ভোট দানে বিরত থাকে। স্বাভাবিক ভাবে ভারত শক্তিশালী এক দেশ। তাই ইসরাইলের পক্ষে সমর্থন দেওয়ার আবেদন জানাতেই ভারত সফরে আমেরিকার বিদেশ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী । এমনটাই দাবি এসডিপিআই-এর । তাই গতকাল সারা দেশ জুড়ে ধিক্কার মিছিল করে এসডিপিআই, মিছিল দেখা যায় বাংলার বেশ কিছু জায়গায় - কলকাতা,সমসেরগঞ্জ, রেজিনগর, রাণীনগর, ডোমকলে। কলকাতার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক একে. এম গোলাম মর্তুজা , রাজ্য কমিটির সদস্য আফতাব আলম, সারুর আলম, মাওলানা আশরাফ আলী কাশেমী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct