আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে হতাহতের ঘটনাকে “বর্ণবাদ ও গণহত্যা” আখ্যা দিয়ে ইসরায়েলের নেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে তিনটি মানবাধিকার সংগঠন। বুধবার (৮ নভেম্বর) ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস, আল হক ও আল মেজান নামে তিনটি সংগঠন এ মামলা করে। তিনটি সংগঠনের দাবি, গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা বন্ধের নির্দেশনা চাওয়া হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ১০,৫০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের প্রায় অর্ধেক শিশু। মামলায় গাজার ওপর শ্বাসরুদ্ধকর অবরোধ, বাসিন্দাদের জোর করে সরিয়ে দেওয়া, বিষাক্ত গ্যাসের ব্যবহার, খাদ্য ও পানির মতো দ্রব্য আনতে বাধা দেওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করা হয়।মামলায় বলা হয়েছে, এই কাজগুলো যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ, সেখানে গণহত্যাও চলছে। তিনটি সংগঠন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ চেয়েছে।২০২১ সালে ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে আইসিসির অফিস অব প্রসিকিউটর (ওটিপি)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct