আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল ও লাইফ সাপোর্টে শিশু থাকা অপর একটি হাসপাতালে শুক্রবার (১০ নভেম্বর) বোমাবর্ষণ হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।ডব্লিউএইচও বলেছে, এত দিন পর্যন্ত গাজার বিশটি হাসপাতাল বোমাবর্ষণের বাইরে ছিল।ডব্লিএইচও-এর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, “আমি আল শিফা সম্পর্কে বিশদ পাইনি। তবে আমরা জানি তারা বোমা হামলার শিকার হচ্ছে।”তিনি বলেন, “উত্তর গাজার একমাত্র শিশু চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতাল রান্টিসি হাসপাতালেও ‘উল্লেখযোগ্য বোমা হামলা’ হয়েছে।”তিনি আরও বলেন, “শিফা হাসপাতাল এলাকায় তীব্র সহিংসতা হয়েছে। তবে এই সহিংসতার জন্য তিনি কোনো পক্ষকে দায়ী করেননি।” মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, “রান্টিসি হাসপাতালে শিশুরা লাইফ সাপোর্টে রয়েছে এবং ডায়ালাইসিস গ্রহণ করছে। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া অসম্ভব হবে।” এই বিষয়ে জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেনস লারকে বলেন, “মিসর থেকে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ প্রবেশে কিছু সমস্যা রয়েছে। এটি পথচারীদের কথা বিবেচনা করে তৈরি হয়েছিল, ট্রাক চলাচলের জন্য নয়।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct