মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান জেলার বৃহত্তম মসজিদ আল মদিনা জামে মসজিদ সেহারাবাজার। যে মসজিদে পাঁচ হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। অসাধারণ কারুকার্য করা এই মসজিদ দেখতে দেশ-বিদেশের মানুষ ছুটে আসছেন। পূর্ব বর্ধমানের অন্যতম দ্রষ্টব্য স্থান আল-মদিনা জামে মসজিদ সেহারাবাজার। মুঘল যুগের স্থাপত্য ও কোরআনের আয়াত বেষ্টিত দেয়াল ,সু উচ্চ মিনার মসজিদের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সুদূর বাংলাদেশের বরিশাল নাজিরপুরের হোগাল বুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন খান ও তার পুত্র সহিদ খান নিলয় পূর্ব বর্ধমানের অন্যান্য দ্রষ্টব্য স্থানের সঙ্গে সেহারাবাজার আল মদিনা জামে মসজিদে উপস্থিত হন ।এমনকি এই মসজিদের জুম্মার নামাজ আদায় করেন। আসামের তিনসুকিয়ার বাসিন্দা আবু সিদ্দিক মসজিদের টানে ছুটে এসেছেন। বর্তমানে এই মসজিদ আরও সেজে উঠছে ।কয়েকদিনের মধ্যে রাজ্যের অন্যতম বড় তব্লিগী ইজতেমা হতে চলেছে এই এলাকায়। এই মসজিদের প্রধান পৃষ্ঠপোষক তথা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন বর্তমানে ওমরা করতে সুদূর মক্কা মদিনাতে আছেন। তারই পৃষ্ঠপোষকতায় এবং হাজী শফিকুল ইসলামের সহযোগিতায় রাজ্যের অন্যতম সেরা মসজিদ এই আল মদিনা জামে মসজিদ। বাংলাদেশের বরিশালের নাজিরপুরের হোগাল বুনিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন খান বলেন এই মসজিদ দেখে এবং এই মসজিদের নামাজ পড়ে মন ভরে গেল ।ভাবতেও পারিনি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের এত সুন্দর একটি মসজিদ আছে। আমি এখানে না এলে এদের আতিথিয়তা এবং এত সুন্দর পরিবেশ জানতেই পারতাম না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct