আপনজ ডেস্ক: গত বছরের ডিসেম্বরে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে মাঠের বাইরে ছিটকে যান ঋষভ পন্ত। এরপর এ বছরের আইপিএলে ছিলেন দর্শক হয়ে। ভারতের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপেও। সেই পন্ত খেলবেন ২০২৪ সালের আইপিএলে।২৬ বছর বয়সী পন্তের দ্রুত সুস্থ হয়ে ওঠার খবরটি দিয়েছেন আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলী। গত কয়েক মাসে পন্ত শারীরিক ও মানসিক ধকল অনেকটাই কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সাবেক প্রধান।পন্তকে নিয়ে সৌরভ বলেছেন, ‘ঋষভ পন্ত এখন ভালো অবস্থায় আছে। সে আগামী মৌসুমে খেলবে। এখনই সে অনুশীলন করবে না। এখানে সে ১১ নভেম্বর পর্যন্ত থাকবে। পন্তের এ বিষয় নিয়ে দলে আলোচনা হয়েছে। সে দলের অধিনায়ক।’কলকাতায় দিল্লি ক্যাপিটালসের অনুশীলন চলছে। সেখানে পন্তকে খুব একটা অস্বস্তিতে থাকতে দেখা যায়নি। তা ছাড়া হাঁটুতে কোনো কিছু প্যাঁচানো ছাড়াই হাঁটতে দেখা গেছে তাঁকে। ভারতের পত্রিকা ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী পন্ত আগামী বছরের শুরুর দিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন।আগামী বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। সবকিছু ঠিক থাকলে সেই সিরিজ দিয়েই পন্ত আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct