আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসবিরোধী যুদ্ধে ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু মৌখিক সম্মতিই নয় সামরিকভাবেও সাহায্য করছে। এতে গাজায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ।এমন পরিস্থিতিতে আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ বাড়ছে বলে বাইডেন প্রশাসনকে সতর্ক করেছে মার্কিন কূটনীতিকরা।এর কারণ হিসেবে বলা হয়েছে, গাজায় যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।তাছাড়া গাজা যুদ্ধে অভ্যন্তরীণভাবেও চাপে রয়েছেন জো বাইডেন। কারণ গাজায় এরই মধ্যে একটি মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পর্যন্ত কার্যকর করা যায়নি যুদ্ধবিরতি। ফলে দেশে দেশে ইসরায়েলের রিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের স্থল, নৌ ও আকাশ পথের এই হামলায় প্রতিনিয়তই বেসামরিক নাগরিকদের প্রাণ ঝরছে।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় স্থল অভিযানে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct