আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের ২৫৩টি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) এবং ডিপ্লোমা অব এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) কলেজের স্বীকৃতি বাতিল করা হয়েছে।এর ফলে রাজ্যে মোট বিএড ও ডিএলএড কলেজের সংখ্যা ৬২৪ থেকে কমে দাঁড়িয়েছে ৩৭১- এ।সূত্রের খবর, এই ২৫৩টি প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে কারণ তাদের এই ধরনের কোর্স পরিচালনার জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই, যা ভবিষ্যতের শিক্ষকদের তৈরি ও প্রশিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।জানা গেছে, এই ধরনের কোর্স পরিচালনার জন্য পর্যাপ্ত অবকাঠামো না থাকার পাশাপাশি এই কলেজগুলিতে নিয়ম অনুসারে প্রয়োজনীয় পর্যাপ্ত সংখ্যক শিক্ষকও নেই। এই ধরনের কলেজ চালানোর জন্য কেন্দ্র নির্দেশিত যে নির্দিষ্ট নিয়ম-নীতি রয়েছে, তা বেসরকারি কলেজগুলির একাংশ। মোটেই পালন করেনি বলে অভিযোগ। এ ব্যাপারে রাজ্যের বিআর অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে আগাম সতর্ক করা হয় বলে সুত্রের খবর।পশ্চিমবঙ্গের নোডাল বিশ্ববিদ্যালয় বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা সমস্ত বিএড এবং ডিএলএড কলেজগুলির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএসএইইউ’র নজরে আনা হয়েছে যে, কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি শিক্ষার্থী, কলেজ এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে। এসব অসাধু ব্যক্তিরা নেতিবাচক ধারণা তৈরি এবং স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বন্ধ করার জন্য আর্থিক বিবেচনার বিপরীতে অধিভুক্তির খবর প্রচার করছে।এনসিটি কর্তৃক নির্ধারিত সকল নিয়ম-কানুন পূরণই অধিভুক্তি প্রদানের একমাত্র মাপকাঠি।তবে একসঙ্গে এতগুলি শিক্ষক প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানের স্বকিৃতি বাতিল হওয়ায় সঙ্কটের মুখে দাঁড়িয়ে রয়েছে হবু শিক্ষক শিক্ষার্থীরা।উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct