আপনজন ডেস্ক: মুসলিম সহপাঠীকে চড় মারার জন্য এক স্কুল শিক্ষককে নির্দেশ দেওয়ার ঘটনায় শুক্রবার উত্তরপ্রদেশের শিক্ষা বিভাগের মুখ্যসচিবকে তলব করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ বলেছে, রাজ্য সরকার নির্যাতিত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য শিশুদের জন্য যথাযথ কাউন্সেলিং পরিষেবার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। আদালত বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ শিক্ষা বিভাগ বিভিন্ন আদেশ পালন করেনি। অন্তত, হলফনামায় যেমন দেখা যাচ্ছে, রাজ্যের দৃষ্টিভঙ্গি বিস্ময়কর। শীর্ষ আদালত টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজকে (টিআইএসএস) শিশু কল্যাণ বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার নির্দেশ দিয়েছে, যারা মুজফফরনগরে নির্যাতিতার বাড়িতে পেশাদার কাউন্সেলিং দিতে পারে। এতে বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকারের সংশ্লিষ্ট মুখ্য সচিব শীর্ষ আদালতের পূর্ববর্তী আদেশগুলি মেনে চলা নিশ্চিত করবেন। ১১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct