নকীব উদ্দিন গাজী, ফলতা, আপনজন: লোকসভা নির্বাচনের আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়সড়ো ঘোষণা করলো তার সংশোধনীয় এলাকায়।প্রায় সত্তর হাজারের বেশি বার্ধক্য ভাতা দেবে তৃণমূল কংগ্রেস, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এলাকার মানুষ বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে বারবার জানিয়েছ তাদেরকে সেই বার্ধক্য ভাতা দেওয়া যায়নি যতবার এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় গেছি বয়স্ক লোকেরা বারবার জানিয়েছে এই বার্ধক্য ভাতার জন্য অনেকের সন্তান নেই কিভাবে তাদের সংসার চলবে। এইসব কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবিয়ে তুলেছিল, তাই সেই সব বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তার এলাকার যেসব মানুষ বাধ্যক্ষ ভাতা পেতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করেন। কেন্দ্র সরকার টাকা না দেওয়ার কারণে ১০০ দিনের কাজ বন্ধ আবাস যোজনার কাজ বন্ধ গরিব মানুষের সরকার নয়, গরিব মানুষের সরকার তৃণমূল কংগ্রেস তাই ৩৬৫ দিনই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা সবার পাশে থাকেন, এবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাতটি বিধানসভার প্রায় ৭০ হাজার মানুষের বার্থক্য ভাতা তুলে দেবেন জানুয়ারি মাস থেকে এমনটাই ঘোষণা করেন, ফলতা বিজয়া সম্মেলনে এসে।পাশাপাশি এদিন বলেন ফলতা বিধানসভায় ৯ বছরে প্রায় ৬০০ কোটি টাকার রাস্তার কাজ করা হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আর কয়েক মাস পরেই প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পরিসেবা পৌঁছে যাবে। একের পর এক উন্নয়ন করা হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে মহিলা বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আগামী দিনে আরও উন্নয়ন হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছে আমি তাদের কাছে চিরঋণী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ আমার পরিবার আমি সেই পরিবারের একজন আমাদের সম্পর্কটাকে ভাঙতে চাইছে সাম্প্রদায়িক বিষ ছড়াতে চাইছে,অনেকে তাদেরকে ২০২১ শে যেমন করে মুখে ঝামা ঘষে দিয়েছো বিরোধীদের সেইভাবে ২০২৪ এ নির্বাচনে ঝামা ঘষে দিও ওই সাম্প্রদায়িক দলকে। তিনি এদিন তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর প্রার্থী হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নেন। তিনি বলেন, যে দাঁড়াতে চায় দাঁড়াতে পারে। সিপিএম আমাকে হারাতে সংখ্যালঘু তাস খেলছে। কোনও লাভ হবে না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতার বিধানসভার বিধায়ক শঙ্কর নস্কর, ব্লক যুব সভাপতি জাহাঙ্গীর খান সহ একাধিক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা। অনুষ্ঠানের শেষে বেশকিছু মানুষের হাতে দীপাবলির উপহার তুলে দেন প্রায় ১০০ জন প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সংবর্ধনা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct