আপনজন ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা গত ১০ দিনে ইহুদিবাদী ইসরায়েলের ১৩৬টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করেছে বলে খবর দিয়েছেন হামাসের সামরিক বাহিনীর মুখপাত্র আবু ওবায়দা । বুধবার তিনি বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিটি হামাস নিয়ন্ত্রিত আল-আকসা টেলিভিশনে সম্প্রচারিত হয়। হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বিবৃতিতে বলেন, গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে দখলদার সেনারা মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ট্যাংকসহ তাদের ১৩৬টি সামরিক যান ধ্বংস এবং প্রচুর সংখ্যক দখলদার সেনা হতাহত হয়েছে। তেল আবিব তার সেনাদের হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করছে না বলে আবারও জানান আবু ওবায়দা। ইসরায়েলি সেনাদের বর্বরতার কথা তুলে ধরে তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা সামনে যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে; মানুষ কিংবা পশুর মধ্যে কোনো বাছবিচার করছে না। আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় করতে হামাসের প্রস্তুতি ঘোষণা করে বলেন, ইসরায়েলি কারাগারে যেমন ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে তেমনি হামাসের কাছেও ইসরায়েলি নারী, শিশু ও বৃদ্ধ বন্দি রয়েছে। হামাসের হাতে আটক যেকোনো ধরনের বন্দিকে মুক্ত করতে হলে ইসরায়েলের হাতে আটক একই ধরনের বন্দিকে মুক্তি দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct