সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: বিজয়া সম্মেলনী থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব মন্ত্রী পুলকসুরজীৎ আদক,উলুবেড়িয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত বৃহস্পতিবার বিকেলে হাওড়া গ্ৰামীন জেলার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধূলাসিমলায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনী থেকেই লোকসভার প্রস্তুতি এবং এরই পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়।মন্ত্রী পুলক জানান,গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ,ইডি-সিবিআই নয়!সম্মেলন থেকে মন্ত্রী পুলক জানান,আগামী দিনে লড়াই বাংলার মানবিক সরকারের সঙ্গে দিল্লীর দানবিক সরকারের।মন্ত্রীর কথায়,আগামী লোকসভায় বাংলা থেকে তৃণমূল কংগ্রেস ৪২-এ ৪২টা আসন পেয়ে দিল্লীর দানবিক সরকারের উৎখাত করবে।এদিনের এই সম্মেলনে রাজ্যের পূর্ত,জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডা.নির্মল মাজি,গৌতম চৌধুরী,সুকান্ত পাল,প্রিয়া পাল,ওই কেন্দ্রের দলের সভাপতি দুলাল চন্দ্র কর,হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি,গোপীনাথ ব্যানার্জি,উক্ত কেন্দ্রের দলের যুব সভাপতি সেলিম মোল্লা সহ একাধিক নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct