সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি: বিএলএলআরও অফিসে দালাল চক্র নিয়ে তীব্র ক্ষোভ, অবৈধভাবে দালাল চক্রের হাত ধরে একজনের জমি কেটে হস্তান্তর করার প্রতিবাদে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার অফিসের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন জমি হারা গোটা পরিবার। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে।
এক ব্যাক্তির জমি অবৈধ ভাবে আরেক এলাকার জাল কাগজ দিয়ে অন্যের নামে হস্তান্তর করার অভিযোগ। শুধু তাই নয় কাগজ ঠিক করার দাবি করায় মোটা টাকা দাবি করা হয় বলেও অভিযোগ। প্রতিবাদে বিএলএলআর ও অফিসের সামনে কোলের খুদে শিশু এবং মহিলাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় জমির আসল মালিক। বিএলআরও অফিসার কাগজ ঠিক করার জন্য ২.৫ লক্ষ টাকার দাবি করে বলে অভিযোগ। এদিন আন্দোলনে সামিল হলেন ধূপগুড়ি লাল স্কুল ময়নাতলী এলাকার চন্দন বর্মন ও তার পরিবারের সদস্যরা। নিজের জমির বৈধ কাগজ, দলিল এমনকি জমি নিজেদের দখলে থাকা সত্ত্বেও অন্য এলাকার মানুষের দলিলের সাহায্যে আরেক জনের নামে হস্তান্তর করার অভিযোগ উঠেছে।
আন্দোলনকারীদের দাবি এর আগে একাধিক বার ধূপগুড়ি থানার পুলিশকে লিখিত আকারে অভিযোগ জানানোর পরেও কোন সুরাহা হয়নি, এমনকি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে বারংবার এসে আবেদন জানানোর পরেও জমি ফিরিয়ে দেওয়া হয়নি। শুধু আশ্বাস মিলছে মাত্র কিন্তু বাস্তবে জমি ফিরিয়ে দেওয়া হয়নি। যার কারণে বাধ্য হয়ে আজ বিএলএলআরও অফিসে ধর্নায় বসেছে গোটা পরিবার। অভিযোগ উঠেছে ধূপগুড়ির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভেতরে অবাধ বিচরণ দালালদের। দালালদের ছাড়া কোন কাজ করেন না আধিকারিকরা এমনটা অভিযোগ। এমনকি অফিস চত্বর থেকে ৫০ মিটারের ভেতরে খোলা হয়েছে দালালদের দুটি অফিস। তা নিয়ে নিরব বিএলআরও।
আন্দোলনকারী ডাবলু রায় বলেন, জমি ফেরতের দাবিতেই আমরা আজকে ধর্নায় বসেছি। জাল দলিলের সাহায্যে আমাদের জমি হস্তান্তর করা হয়েছে। এখন সেই কাগজ ঠিক করে আমাদের জমি আমাদেরকে ফেরত দেওয়ার জন্য আড়াই লক্ষ টাকা দাবি করছে। দালালদের সঙ্গে বিএলআরও অফিসের লোকেরা যুক্ত রয়েছে।
জমির মালিক চন্দন রায় বলেন, আমাদেরকে না জানিয়েই অন্য এলাকার দলিলের সাহায্যে আমার জমি কেটে অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে কাগজে-কলমে। আমরা বিষয়টি যখন জানতে পারি তখন বিএলআরও অফিসে এসে সমস্ত কাগজপত্র দেখিয়ে আবেদন জানায়। তখন আমাদের জানানো হয়েছিল যে আমাদের জমি আমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। তা হয়নি তাই বাধ্য হয়ে আজকে আমরা ধর্নায় বসেছি সপরিবারে। পুলিশ আধিকারিক ধরণী সরকার বলেন, খবর পেয়ে আমরা বিএলএলআরও অফিসে এসেছিলাম ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এর সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ধূপগুড়ি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন, দু’পক্ষকেই নোটিশ করা হয়েছে, ২১ তারিখ অফিসে ডাকা হয়েছে। সকলেই জমির কাগজ নিয়ে আসবেন। কাগজপত্র যার ঠিক থাকবে তাকে জমি ফিরিয়ে দেওয়া হবে । তবে বি এল আর ও অফিসের আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct