নিজস্ব প্রতিবেদক, তমলুক: জনস্বার্থ বিরোধী স্মার্ট প্রিপেইড মিটার প্রকল্প অবিলম্বে বাতিল,বিদ্যুৎ আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিল করা, পারস্পরিক ভর্তুকি প্রথা বজায় রাখা,বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানের সরকারি নিয়ন্ত্রণ বজায় রেখে বেসরকারিকরণ করার লক্ষ্য বাতিলের দাবিতে সিআইটিইউ,সারাভারত কৃষক সভা,সারাভারত খেতমজুর ইউনিয়ন নন্দীগ্রাম১ ব্লক কমিটির ডাকে নন্দীগ্রাম বাজার অটো স্ট্যান্ডে অবস্থান ও প্রতিবাদ সভা হল বৃহস্পতিবার।এদিন নন্দীগ্রাম বাজার এলাকায় বিদ্যুৎ গ্রাহক, কর্মচারীদের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে চলা অবস্থান ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা কাঞ্চন মুখার্জী, মনোরঞ্জন মাইতি,পরিতোষ পট্টনায়েক, রামহরি পাত্র, কৃষক নেতা দেবেশ ভূঞ্যা,খেতমজুর নেতা প্রভঞ্জন মাইতি,দ্বিজেন্দ্রনাথ সিংহ,মহাদেব ভূঞ্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় সভাপতিত্ব করেন সেক সহিদুল্লাহ।অন্যদিকে স্মার্ট প্রিপেড মিটার বাতিলের দাবিতে সিপিআই(এম) পাঁশকুড়া বাজার এরিয়া কমিটির উদ্যোগে পাঁশকুড়া বাজারে মিছিল ও পাঁশকুড়া বাজার বিদ্যু্ৎ অফিসে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন পার্টি নেতা ইব্রাহিম আলি, নাজির হোসেন নিতাই সান্নিগ্রাহী সহ অন্যান্যরা।মিছিল শেষে পাঁশকুড়া বাজার বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ সভা চলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct