আপনজন ডেস্ক: ম্যাচের বয়স ত্রিশ মিনিটে গড়ানোর আগেই ২ গোলের লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ধাক্কা সামলে প্রথমার্ধেই সমতা টানে এফসি কোপেনহেগেন। দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় ইউনাইটেড। তবে শেষ মুহূর্তে আরো দুই গোল হজম করে রেড ডেভিলরা। বুধবার চ্যাম্পিয়নস লীগে ‘এ’ গ্রুপের ম্যাচে কোপেনহেগেনের কাছে ৪-৩ গোলে পরাস্ত হয় ম্যানইউ। এতে লজ্জার এক নজির গড়েছে ম্যানচেস্টারের ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠ পার্কেন স্টেডিয়ামে ম্যাচের ৩য় মিনিটেই ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন রাসমুস হয়লুন্দ। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ডেনিশ ফরোয়ার্ড। ৪২তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় ম্যানইউ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কাস রাশফোর্ড। এরপর ৪৫তম মিনিটে মরোক্কান ফরোয়ার্ড মোহামেদ ইলিউনোসির গোলে ম্যাচে ফেরার আভাস দেয় কোপেনহেগেন।
৪৯+৯তম মিনিটে সফল স্পটকিকে ম্যাচে সমতা টানেন দলটির পর্তুগিজ উইঙ্গার দিয়োগো গঞ্জালভেস। ৬৯তম মিনিটে পেনাল্টি পায় ম্যানইউ। এবার লক্ষ্যভেদ করেন ব্রুনো ফার্নান্দেজ। ৮৩তম মিনিটে ফের সমতা টানে কোপেনহেগেন। গোলটি করেন ডেনিশ মিডফিল্ডার লুকাস লেরেগার।
এরপর ৮৭তম মিনিটে সুইডিশ মিডফিল্ডার রুনি বার্ডগির গোলে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে কোপেনহেগেন।
চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে প্রথমবারের মতো শুরুতে দুই গোলের লিড নিয়েও হারলো ম্যানচেস্টার সিটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct