মাফরুজা খাতুন, ক্যানিং: বৃহষ্পতিবার সকালে এক চা চক্রের আয়োজন করেছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস। ক্যানিং বাসষ্ট্যান্ডে আয়োজিত চা চক্রে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক সহ এলাকার মানুষজন উপস্থিত ছিলেন।ক্যানিং বাসষ্ট্যান্ডে আয়োজিত চা চক্রে বিধায়ক পরেশরাম দাস বলেন, ১০০ দিন সহ অন্যান্য বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছেন। দরিদ্র অসহায় মানুষরা রুটিরুজির জন্য কাজ করেছিলেন। বকেয়া টাকা আটকে রাখার ফলে অসহায় মানুষজন চরম বিপদে পড়েছেন। অন্ন সংস্থানের জন্য ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে তাদেরকে। সাধারণ দরিদ্র মানুষ যাতে করে বকেয়া টাকা পায় সেই জন্য বাংলার মানুষের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান বিধায়ক। তিনি আরো বলেন, বাংলার মানুষের জন্য কেউ যদি রিরোধিতা করেন ,সে যে কোন রাজনৈতিক দলের নেতা হোক না কেন তাকে বেঁধে রাখার হবে। তিনি বলেন, বাংলার মানুষ যাতে তাঁদের প্রাপ্য পাওনা টাকা পায় সেদিকে দেখতে হবে।উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুশীল সরদার, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন সাহা,প্রদ্যুত রায়,দিঘীরপাড় পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায়,উপপ্রধান বিশ্ব দাস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct