এম মেহেদী সানি, গোবরডাঙ্গা: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা বিধানসভার অন্তর্গত মছলন্দপুর-১, বেড়গুম-১, বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের প্রাপ্য ১০০ দিনের কাজের বকেয়া টাকার পরিমান ২ কোটি ৩৬ লক্ষ ৯১ হাজার ৭৪৩ টাকা’। এই পরিসংখ্যান তুলে ধরে প্রাপ্ত টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা অজিত সাহা, গাইঘাটা দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তাপস কুমার ঘোষরা ৷
গত মাসে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কাছে প্রাপ্য ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে প্রতিবাদ জানিয়েছিল বাংলার শ্রমিকরা ৷ রাজ্যে ফিরে একই দাবিতে রাজভবন অভিযান, রাজভবনের সামনে অবস্থান-বিক্ষোভ সহ একাধিক প্রতিবাদমূলক কর্মসূচি গ্রহণ করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ সম্প্রতি তৃণমূল নেতৃত্বরা সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক দাবিতে সরব হচ্ছেন ৷ এ দিন উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা বিধানসভার বেড়গুম-১ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন থেকে ১০০ দিনের পাওনা বকেয়া টাকার দাবিতে সরব হলেন তৃণমূল নেতৃত্বরা ৷ উপস্থিত ছিলেন হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কল্যাণ ব্রত দত্ত, তৃণমূল নেতৃত্ব আব্দুর রউফ মন্ডল, অসিত কুমার নাগ, অশোক শীল, প্রধান নূপুর পাল, কল্পনা বসু, ঝুমা ঘোষ, কল্যাণ মজুমদার (মানব) প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct