আব্দুস সামাদ মন্ডল, ওন্দা: ইসরাইলি পণ্য বয়কটের অনুরোধ এবং দেশীয় পণ্য বেশি করে ক্রয়ের অনুরোধ করলেন ফুরফুরার তরুণ পীরজাদা সাফেরী সিদ্দিকী।
বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ওন্দা থানার পুনিশোল গ্রামের স্মৃতি নগরে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ফুরফুরা শরীফের পীরজাদা তথা মোজাদ্দেদীয়া ইত্তেহাদীয়া ফাউন্ডেশনের কর্নধার পীরজাদা সাফেরী সিদ্দিকীর নেতৃত্বে, ফিলিস্তিনের সমর্থনে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পুনিশোল গ্রামের ভিতর দিয়ে মিছিল শুরু হয় দশ হাজার খানেক মানুষকে নিয়ে।
এই পথসভা কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে পীর অবু বকর সিদ্দিক স্মৃতি নগরে এসে জমায়েত হয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সাফেরী সিদ্দিকী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন দখলদার ইসরাইল ফিলিস্তিনের উপর যে বর্বর নির্যাতনের চালাচ্ছেন তা অমানবিক। তাই বাংলা তথা ভারতের জনগণের কাছে ইসরাইলি পণ্য বয়কটের অনুরোধ জানাচ্ছি।
এছাড়া, সভায় উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ ইমাদ উদ্দিন। তিনি ইসরাইলের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন। তিনি ফিলিস্তিনে নিরীহ জনগণকে ইসরাইলি বাহিনীর হত্রার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন পুনিশোল গ্রামের ইমাম মুয়াজ্জিন ও এমআইএফ-এর সদস্য সহ সাধারণ মানুষজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct