আপনজন ডেস্ক: বিশ্বকাপে ভারত যেভাবে একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে, সেটা দেখে কেউ প্রশ্ন করতেই পারেন—রোহিত শর্মার দলকে থামাবে কারা? পরাশক্তি, বড়, ছোট—কোনো দলকেই পাত্তা দিচ্ছে না ভারত। এখন পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দলও স্বাগতিকেরা। টানা আট ম্যাচ জেতা দলটির প্রথম পর্বে আরেকটি ম্যাচ বাকি আছে। তবে ভারতের সমর্থক ও সাবেক ক্রিকেটারদের ভাবনা এখন শুধুই সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে।
১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী রোববার যদি অঘটনের শিকারও হয়, তবু শীর্ষ দল হিসেবেই তারা সেমিফাইনালে খেলবে। আইসিসির নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকার ১ নম্বর দলের সঙ্গে ৪ নম্বর এবং দুইয়ে থাকা দলের সঙ্গে তিনে থাকা দল সেমিফাইনালে মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুইয়ে অথবা তিনে থাকা নিশ্চিত করে ফেলায় ফাইনালে ওঠার একটি লড়াইয়ে তারা মুখোমুখি হবে। কিন্তু ভারতের প্রতিপক্ষ কে হবে, সেটা এখনো নিশ্চিত নয়।
পয়েন্ট তালিকার চারে থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইটা এখন ত্রিমুখী। শেষ চারে ভারতের প্রতিপক্ষ হতে পারে নিউজিল্যান্ড, পাকিস্তান অথবা আফগানিস্তান।
তবে এই তিন দলের মধ্যে নিউজিল্যান্ড আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ন্যূনতম ব্যবধানে জিতলেও সেমিতে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কিউইদের। কারণ, নেট রানরেটে তারা পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে অনেক এগিয়ে। আফগানিস্তান শুধু কাগজে–কলমেই লড়াইয়ে আছে, বাস্তবের লড়াইটা ‘প্রায় অসম্ভবের’ পর্যায়ে চলে গেছে।
সে যা–ই হোক, নিউজিল্যান্ডের মতো আফগানিস্তানেরও সেমিতে ভারতের প্রতিপক্ষ হওয়ার সুযোগ আছে। কিন্তু সৌরভ গাঙ্গুলীর চাওয়া, নিউজিল্যান্ড–আফগানিস্তান নয়; ভারতের ফাইনালে ওঠার লড়াইটা হোক পাকিস্তানের সঙ্গে। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। দলটির সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ এবারও সেটার পুনরাবৃত্তি চাইছেন।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টস তাককে সৌরভ বলেছেন, ‘আমি চাই, পাকিস্তান সেমিফাইনালে উঠুক এবং ভারতের বিপক্ষে খেলুক। এর চেয়ে বড় সেমিফাইনাল আর হতেই পারে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct