আপনজন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়েছেন এফসি পোর্তোর ডিফেন্ডার পেপে। গতরাতে রয়েল অ্যান্টওয়ের্পের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা প্রথম মিনিটে হেডে গোলটি করেন ৪০ বছর ২৫৪ দিন বয়সী পর্তুগিজ এই ডিফেন্ডার। ৪০ পেরনো প্রথম ফুটবলার হিসেবে ইউরোপ সেরার লড়াইয়ে জালের দেখা পেলেন তিনি। এতদিন এই কীর্তি ছিল ফ্রান্সিস্কো টট্টির দখলে।
২০১৪ সালে সিএসকে মস্কোর বিপক্ষে রোমার হয়ে ৩৮ বছর ৫৯ দিন বয়সে ইতালিয়ান এই ফুটবলার গোল করেছিলেন। এর পরের অবস্থানে আছেন রায়ান গিগস। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২০১১ সালে ৩৭ বছর ২৯০ দিনের মাথায় গোল করেছিলেন তিনি। এছাড়া এই তালিকায় আছেন ফিলিপো ইনজাঘি, হাভিয়ের জানেত্তি, লুকা মডরিচ, এডেন জেকো। আর গতরাতে এসি মিলানের হয়ে পিএসজির বিপক্ষে ৩৭ বছর ৩৮ দিনে গোল করে তালিকার আটে অলিভিয়ের জিরু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct