আপনজন ডেস্ক: সময়টা ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট হারায় লস ব্লাঙ্কোরা। এবার চ্যাম্পিয়নস লীগের ম্যাচ দিয়ে জয়ে ফিরলো রিয়াল। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ‘সি’ গ্রুপের ম্যাচে পর্তুগিজ ক্লাব এস.সি. ব্রাগাকে ৩-০ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। গ্রুপপর্বে টানা ৪ জয়ে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় পৌঁছালো মাদ্রিদিস্তারা। এতে একটি রেকর্ড হয়েছে রিয়ালের।
ঘরের মাঠে ম্যাচের ৪র্থ মিনিটেই পিছিয়ে পড়তে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ব্রাগার পেনাল্টি ফিরিয়ে দলকে রক্ষা করেন রিয়ালের ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রি লুনিন। ২৭তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র। আর ৬১তম মিনিটে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। ৪ ম্যাচে ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় পৌঁছালো রিয়াল মাদ্রিদ। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে হারলেও কোনো ক্ষতি নেই রয়্যাল হোয়াইটদের। প্রথম ক্লাব হিসেবে টানা ২৭ মৌসুম নকআউট পর্বে উত্তীর্ণ হলো রিয়াল মাদ্রিদ। সবশেষ ১৯৯৬-৯৭ মৌসুমে নকআউট পর্বে খেলতে পারেনি তারা। মূলত লা লিগার আগের মৌসুমে ষষ্ঠ হওয়ায় চ্যাম্পিয়নস লীগের সেই মৌসুমে অংশই নিতে পারেনি রিয়াল। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম গ্রুপপর্বে টানা চার জয় পেলো রিয়াল মাদ্রিদ। সেবারও দলটির দায়িত্বে ছিলেন বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে এই ইতালিয়ান কোচ বলেন, ‘শেষ ষোলোয় উঠতে পেরে আমরা আনন্দিত। গ্রুপপর্বের বাধা পেরোনো সহজ ব্যাপার নয়। হোম-অ্যাওয়ে মিলিয়ে প্রথম ৪ ম্যাচে আমরা সত্যিই খুব ভালো খেলেছি।’ ‘সি’ গ্রুপে রাতের অন্য ম্যাচে ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নাপোলি। ৪ ম্যাচে ২ জয় এবং ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে ইতালিয়ান সিরি আ’র ক্লাবটি। তিনে থাকা ব্রাগার পয়েন্টও ৩। আর ১ পয়েন্ট নিয়ে চারে ইউনিয়ন বার্লিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct